হোম > ছাপা সংস্করণ

খুবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে তারা

রুবায়েত হোসেন, খুবি 

বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা অনেক শিক্ষার্থীরই টেকনোলজি সম্পর্কিত বা ফ্রিল্যান্স সম্পর্কিত জ্ঞান কম থাকে। অনেকেই জানে না টিউশনির জন্য লাগামহীন ছুটে বেড়ানোর বিকল্পে তার হাতের কাছে থাকা প্রযুক্তি দিয়ে কীভাবে কোন প্ল্যাটফর্মে কাজ করলে নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কিছু টাকাও উপার্জন করা যায়।

বিশ্ববিদ্যালয়ে আসা প্রথম, দ্বিতীয় বর্ষের সেই সব শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি ও তাদের আর্থিক উন্নয়নকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রতিষ্ঠিত হয় ‘আইডেলিক ইনকর্পোরেটেড’ নামের একটি সংগঠন। এখনো বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থীর কাছে পরিচিত না হলেও সংগঠনটি খুব দ্রুতই সবার দ্বারে পৌঁছাতে চায়। ইতিমধ্যেই সংগঠনে অন্তত ৫০ জন ফ্রিল্যান্সার আছেন। তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করছেন ও টাকা উপার্জন করছেন।

সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনে শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়,৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই সংগঠনের অধীনে ফ্রিল্যান্স করছেন। এখানে কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজগুলো প্রথমে শিক্ষার্থীদের শেখানো হয় এবং পরবর্তীতে তাদের ইচ্ছানুযায়ী কাজ করার জন্য সুযোগ দেওয়া হয়।

সংগঠন নিয়ে নিজের দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতার কথা জানতে চাইলে খুবির ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফৌজিয়া বিনতে ইমাম বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যে যখন ঘরে বসে অলস সময় পার করছিলাম, ঠিক সেরকম একটা সময়ে আমি আইডেলিক ইনকর্পোরেটেডের সঙ্গে যুক্ত হই। আমি বরাবরই নিজের স্কিল ডেভেলপমেন্ট আর অভিজ্ঞতা সঞ্চারের মাধ্যমে নতুন কিছু শিখতে আগ্রহী। তাই একরকম নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা থেকেই এই অর্গানাইজেশনের সঙ্গে আমার যুক্ত হওয়া।’

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর রহমান শাওন প্রথমে সংগঠনটি শুরু করার উদ্যোগ নিলেও এখন মেহেদি হাসান এবং ফারহানা ইয়াসমিন অদিতাও সংগঠনটির পরিচালনার দায়িত্বে আছেন।

সংগঠনের শুরুর উদ্দোশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাওন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আর্থিক প্রয়োজন মেটাতে টিউশনির পেছনে দৌড়াতে থাকে এবং বেশির ভাগ শিক্ষার্থীরই ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নেই। তাদের দক্ষতা বৃদ্ধি ও একই সঙ্গে কিছু আর্থিক প্রয়োজন মেটাতে সংগঠনটি শুরু করি।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে নিজেদের আত্মপ্রকাশ করব। যেন কোনো শিক্ষার্থীকে দ্বারে দ্বারে টিউশনি খুঁজতে না হয়, যেন কোনো গ্র্যাজুয়েট চাকরির জন্য হতাশ হয়ে না পড়ে। ন্যূনতম যোগ্যতা ও কোনো পুঁজি ছাড়াই যেন একজন শিক্ষার্থী স্বাবলম্বী হতে পারে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।

শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করব। নতুনদের কাজ করার আগ্রহ আমাদেরকে আরও সুদূরপ্রসারী হতে অনুপ্রেরণা দিচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ