নিত্যপণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালোবাজারে বিক্রির অভিযোগে ঝালকাঠির এক ডিলারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাতে ওই ডিলার সিফাত এন্টারপ্রাইজের মালিক কবির আহম্মেদকে আটক করে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহম্মেদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যার পর থেকে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবনসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের একটি মুদি দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির ১ বস্তা চিনি, ৪ বস্তা মসুর ডাল ও ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। ডিলার কবির আহম্মেদকে আটক করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।