মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পেয়েছেন মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদের। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা আব্দুল কাদেরকে নিজ কার্যালয়ে ডেকে নগদ ২০ হাজার টাকা দিয়েছেন।
ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না কাদের। তিনি উপজেলার কাফ্রিখাল এলাকার সাইদুল ইসলামের ছেলে। সাইদুল ইসলাম একজন প্রতিবন্ধী এবং অসুস্থ। তাঁর পক্ষে ছেলের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।
আব্দুল কাদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে কারমাইকেল কলেজে ভর্তি হয়। সেখানে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ জোগান। এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে ঢাবির ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। কিন্তু টাকার অভাবে ঢাবিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে কাদেরের। বিষয়টি জানার পর গতকাল সোমবার অর্থ সহায়তা দেন ইউএনও জোহরা।