হোম > ছাপা সংস্করণ

হামলার প্রতিবাদে বেরোবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ

বেরোবি সংবাদদাতা

বহিরাগতের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা মধ্যরাতে মহাসড়ক অবরোধ করেন। তাঁরা গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে বাংলা বিভাগের দুই শিক্ষার্থীর ওপর বহিরাগতরা হামলা করেন। এর প্রতিবাদে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় বেরোবি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ইজার আলী অপরাধীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী জ্যোতিষ মহন্ত ও উত্তম কুমার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড় থেকে লালবাগ যাচ্ছিলেন। পথে আব্দুস সালাম নামের এক ফুচকাওয়ালার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে ফুচকাওয়ালা ও তাঁর সহযোগী ওই দুই শিক্ষার্থীর ওপর চড়াও হন।

এ ঘটনায় দুই শিক্ষার্থী তাঁদের বন্ধুদের নিয়ে বেরোবি পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ করলে পুলিশ ফুচকাওয়ালাকে আটক করতে যায়। কিন্তু তার আগেই তিনি পালিয়ে যান। এরপর রাত ১২টার মধ্যেও পুলিশ অভিযুক্তদের আটক করতে না পারায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ ও পুলিশের উপপরিদর্শক ইজার আলী ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের আটকের আশ্বাস দেন।

উপপরিদর্শক ইজার আলী বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযোগ করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের আটক করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ