হোম > ছাপা সংস্করণ

পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে ‘বডি ওর্ন ক্যামেরা’

টাঙ্গাইল প্রতিনিধি

পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টাঙ্গাইলে ‘বডি ওর্ন ক্যামেরার’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের নিরালা মোড়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুজহাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হক প্রমুখ।

এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা যেখানেই সেবা দেবেন, সেই কাজটি যেন জনগণের কাছে জবাবদিহিমূলক হয়ে ওঠে। সেই জবাবদিহি পুলিশ সদস্যকে দেশবাসীর কাছে উপস্থাপন করার জন্য এই বডি ওর্ন ক্যামেরা সংযোজন করা হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পাইলট প্রকল্পের আওতায় টাঙ্গাইলে পরীক্ষামূলক ৪২টি ক্যামেরা দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। এই ক্যামেরাগুলো ট্রাফিক পুলিশ ও বিভিন্ন থানায় ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। মহাসড়ককেন্দ্রিক থানা ও মহাসড়কের আশপাশের থানাগুলোতেও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ