হোম > ছাপা সংস্করণ

কান্না থামছে না কাউন্সিলর সোহেলের সন্তানদের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের পরিবারের সদস্যদের কান্না থামছেই না। ঘটনার দুই দিনেও সন্তানেরা বিশ্বাস করতে পারছে না তাঁদের বাবা আর বাড়িতে ফিরবেন না। কিন্তু বাস্তবতা হলো, তাঁদের বাবা সত্যি আর ফিরবেন না। এই সত্য মেনে নিয়ে বিচারের দাবি সন্তানদের কণ্ঠে।

মহানগর আওয়ামী লীগের এই নেতার নির্মম মৃত্যুতে হতবাক সবাই। কাউন্সিলরের বাড়ির সামনে দাঁড়িয়ে গতকালও এলাকাবাসীদের কাঁদতে দেখা গেছে। প্রতিবেশী, স্বজন ও কাউন্সিলর সোহেলের পরিবারের সদস্যদের একটাই দাবি হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

নিহত কাউন্সিলর মো. সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

কাউন্সিলর সোহেলের বড় ছেলে সৈয়দ নাদিম বলেন, ‘বাবার খুনিদের বিচারে সবার সহযোগিতা চাই। খুনিদের বিচার না হলে পরবর্তীতে এমন ঘটনা বাড়তে থাকবে। এর থেকে কেউ রেহায় পাবেন না।’

কলেজ পড়ুয়া মেয়ে মুনতাহা বলেন, ‘সহসাই বাবার হত্যাকারীদের গ্রেপ্তার করে যেন বিচারের আওতায় আনা হয়। আমাদের একটাই চাওয়া বাবার খুনিদের যেন ফাঁসি হয়।’

গত ২২ নভেম্বর সোমবার বিকালে কুমিল্লা সিটি কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও সদস্য হরিপদ সাহাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ