হোম > ছাপা সংস্করণ

স্বজনদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে জেলা শহরের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। 
এ ঘটনায় মো. রাকিব (৩২) ও আনোয়ার হোসেন ওরফে আনাছ (২০) নামের দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাকিব জেলা শহরের হারুয়া সওদাগরপাড়ার করিমুল্লাহর ছেলে এবং আনাছ হারুয়া কসাইখানা এলাকার আব্দুছ ছালামের ছেলে। 

শুক্রবার রাতে ওই দুজনকে আটক করা হয়। পরদিন গতকাল ভুক্তভোগী নারী ছয়জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। 

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারী জেলার কটিয়াদী উপজেলার বাসিন্দা। তিনি তাঁর মা-বাবা ও ছোট দুই ভাইবোনকে নিয়ে ৭ জুলাই ভাড়া বাসাটিতে ওঠেন। পরে আনাছ ওই বাসায় গিয়ে তাদের সঙ্গে পরিচিত হন এবং ওই নারীর মাকে ধর্মের মা বানান। গত বৃহস্পতিবার ওই নারীর মামা-মামি তাঁদের বাসায় বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৬টার দিকে আনাছসহ ছয় যুবক বাসাটিতে গিয়ে সেখানে খারাপ কাজ হয় অভিযোগ তুলে ওই নারীর মামা-মামিকে গালাগাল করে বাসা থেকে বের করে দেন। পরে তাঁদের মধ্যে সিহাব ও সুমন নামের দুই যুবক বাসার একটি কক্ষে ওই নারীর মা, ছোট ভাই এবং বোনকে আটকে রেখে হত্যার হুমকি দেন।

অন্যদিকে বাসার অন্য একটি কক্ষে আনাছ, রাকিব, বাছির ও ফারুক ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে তারা চলে যান। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ