নীলফামারী ও দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার হাবিপ্রবির প্রধান গেট, প্রশাসনিক ভবন ও অনুষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. ইমরান পারভেজ প্রমুখ।
নীলফামারী: ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে কৃষিবিদ দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিবিদদের একটি শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেআইবি ভবনে কৃষিবিদ হোয়ায়রা মণ্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।