হোম > ছাপা সংস্করণ

গজারিয়ার ৮ ইউপিতে নৌকা পাচ্ছেন কারা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

পঞ্চম ধাপে গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৭টিতে নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি। গত বুধবার গজারিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় ভোটের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করেন নেতারা। ওই দিনই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নাম জেলায় পাঠিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

সভায় প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে তৃণমূল আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন তালিকা বাছাই করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা মহিউদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

সভাসূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন গজারিয়ায় বর্তমান চেয়ারম্যান আবু তালেব ভুঁইয়া, আবুল বাশার ও বীর মুক্তিযোদ্ধ শফিউল্লাহ। হোসেন্দীতে আব্দুল মতিন মন্টু, ইঞ্জিনিয়ার তানভির হর তুরিন, হোসেন্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও হাজী আক্তার হোসেন। টেঙ্গারচরে হাজী বোরহান উদ্দিন দেওয়ান, হারুন মোল্লা ও শাহজাহান খান। ভবেরচরে মুক্তার হোসেন, বর্তমান চেয়ারম্যান সাইদ মো ইঞ্জিনিয়ার লিটন ও মোশারফ হোসেন মিন্টু। ইমামপুরে ফারহানা আক্তার এ্যানি, হাফিজ্জুজামান খান জিতু ও মেহেদী হাসান সবুজ। বালিয়াকান্দিতে নাজমুল হোসেন, আল আমিন প্রধান ও আজিজুল হক পার্থ। গুয়াগাছিয়ায় দায়উম খান, আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, মহসিন চৌধুরী ও খোকন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর তালিকা বাছাই করা হয়েছে। প্রার্থীদের তালিকা জেলা আওয়ামী লীগের কাছে দেওয়া হয়েছে। তাঁরা বাছাই করে কেন্দ্রে পাঠাবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ