আমজেন স্কলারশিপ প্রোগ্রাম
আমজেন ফাউন্ডেশন কর্তৃক দেওয়া আমজেন স্কলারশিপ প্রোগ্রামের আওতায় রয়েছে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি ও দ্য ইউনিভার্সিটি অব টোকিও, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং চীনের শিনঘুয়া ইউনিভার্সিটি। এখান থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যেকোনো শিক্ষার্থী উন্নত গবেষণার কাজে সহায়তা পেয়ে থাকবেন।
আবেদনের যোগ্যতা:
জাপান রোটারি ইয়োনেয়ামা স্কলারশিপ
প্রতিবছর জাপানের রোটারি ইয়োনেয়ামা সংস্থা থেকে বিদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডেড বৃত্তি দেওয়া হয়। এই প্রোগ্রামের আওতায় স্নাতক ও মাস্টার্সের শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়তে পারেন।
বৃত্তির আওতায় যা যা থাকছে:
● স্নাতক শিক্ষার্থীরা প্রতি মাসে পাচ্ছেন ১ লাখ ইয়েন
● মাস্টার্সের শিক্ষার্থীরা প্রতি মাসে পাচ্ছেন ১ লাখ ৪০ হাজার ইয়েন।
আবেদনের যোগ্যতা:
● জাপানি ভাষায় দক্ষতা হিসেবে কমপক্ষে জেএলপিটি এনফোর লেভেল থাকতে হবে।
● শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, তা নিজেদেরই খুঁজে বের করতে হবে।
● যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, সেখানকার প্রফেসরকে রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২১।
বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন।