মানুষের শ্রেণিসংগ্রাম, নানাবিধ বিভেদ, শোষণের বিরুদ্ধে জীবনসংগ্রাম নিয়ে রচিত স্যামুয়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গডো’। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিপর্যস্ত নিঃসঙ্গ মানুষের জীবনের গল্প নিয়ে গত শতাব্দীতে লেখা হয়েছে এই নাটক। নাটকটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে এটি। নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অধ্যাপক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন। অভিনয় করেছেন স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। ১৪, ১৫ ও ১৬ মার্চ প্রতি সন্ধ্যা ৭টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে এবং ১৮, ১৯ ও ২০ মার্চ একই সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি।