হোম > ছাপা সংস্করণ

সাড়ে ৪ মাস পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) সাড়ে চার মাস পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের বাঘমার এলাকার স্থানীয় সিরাজ মিয়ার বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে ভালুকা থানা-পুলিশ। এ সময় একই স্থান থেকে গ্রেপ্তার করা হয় অপহরণকারী মোজাম্মেল ফকিরকে (৪০)।

অপহৃত স্কুলছাত্রীর বাড়ি শ্রীপুরে। গ্রেপ্তারকৃত মোজাম্মেল ফকির একই উপজেলার টেপিরবাড়ি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

ভুক্তভোগীর বাবা জানান, গত ৯ আগস্ট সকালে কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় তাঁর মেয়ে। ওই দিনই তিনি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন ১০ আগস্ট মোজাম্মেল তাঁকে ফোন করে জানান, তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছেন মোজাম্মেল। পরে তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ভালুকা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মোজাম্মেলকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন রাসেল বলেন, সোমবার রাতে ভালুকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ