হোম > ছাপা সংস্করণ

হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। এ মামলার আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর ভাট পাড়া গ্রামের মো. বাদশা শেখ, লেবু শেখ ও মো. তোতা মুন্সী। বেকসুর খালাস পাওয়া পাঁচ আসামি হলেন বেলায়েত হোসেন, পটু শেখ, মো. নজরুল ইসলাম, মো. লিয়াকত শেখ ও হাবিল শেখ। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই সময় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। মামলা করার ১৮ বছর পর দীর্ঘ শুনানি শেষে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেকে ১০ হাজার করে টাকা জরিমানা করেন আদালত। মামলার রায় চলাকালীন দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। এখন পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। সরকারি পক্ষের এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষের ফজলুল হক খান ও মো. আবু তালেব শেখ মামলাটি পরিচালনা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ