কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। দুর্ঘটনার এক মাস পেরিয়ে গেলেও হয়নি পুনর্বাসন। শীতের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম। গতকাল সোমবার সকালে সংগঠনটি ভুক্তভোগী পরিবারের মধ্যে তিনটি কম্বল ও এক বান ঢেউটিন সহায়তা করে। এ সময় সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ৯ নভেম্বর উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মৃত হাসেম আলীর চার ছেলে ময়েন আলী খাঁ (৪০), চয়েন আলী খাঁ (৩৫), জয়নাল আলী খাঁ (৩২) ও বাবু আলী খাঁ’র (৩০) চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাঁরা পেশায় জেলে ও দিনমজুর।
ক্ষতিগ্রস্ত জয়নাল আলী বলেন, আগুনের আমাদের সব কেড়ে নিয়েছে। আমরা পথে বসে গেছি। এখন পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। তিনি আরও বলেন, এলাকাবাসী কিছু বাঁশ খুঁটি দিয়েছেন। তিনজন ৩ বান টিন দিয়েছেন। কিন্তু পুনর্বাসনের জন্য তা যথেষ্ট নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘দুর্ঘটনার দিনই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্যসহায়তাও করা হয়েছিল। বর্তমান অবস্থা নিয়ে ভাবা হচ্ছে।’