হোম > ছাপা সংস্করণ

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। দুর্ঘটনার এক মাস পেরিয়ে গেলেও হয়নি পুনর্বাসন। শীতের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম। গতকাল সোমবার সকালে সংগঠনটি ভুক্তভোগী পরিবারের মধ্যে তিনটি কম্বল ও এক বান ঢেউটিন সহায়তা করে। এ সময় সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত ৯ নভেম্বর উপজেলার যদুবয়রা ইউনিয়নের চর এতমামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মৃত হাসেম আলীর চার ছেলে ময়েন আলী খাঁ (৪০), চয়েন আলী খাঁ (৩৫), জয়নাল আলী খাঁ (৩২) ও বাবু আলী খাঁ’র (৩০) চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাঁরা পেশায় জেলে ও দিনমজুর।

ক্ষতিগ্রস্ত জয়নাল আলী বলেন, আগুনের আমাদের সব কেড়ে নিয়েছে। আমরা পথে বসে গেছি। এখন পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। তিনি আরও বলেন, এলাকাবাসী কিছু বাঁশ খুঁটি দিয়েছেন। তিনজন ৩ বান টিন দিয়েছেন। কিন্তু পুনর্বাসনের জন্য তা যথেষ্ট নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘দুর্ঘটনার দিনই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্যসহায়তাও করা হয়েছিল। বর্তমান অবস্থা নিয়ে ভাবা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ