মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে গাঁজাসহ মামুন গাজী (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার মাতারচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় মামুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মামলা দায়ের করে গতকাল সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
আটক মামুন গাজী উপজেলার মাতারচর এলাকার আব্বাস গাজীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে বলে অভিযোগ পুলিশের।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়।