চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চবিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ লটারি অনুষ্ঠিত হয়।
ভর্তি লটারি কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
ভর্তি কমিটির সদস্যসচিব প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, ‘ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ৩৪২ শিক্ষার্থী আবেদন করেছিল। লটারির মাধ্যমে সাধারণ আসনে ১৩৩ জন, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ১৬ ও মুক্তিযোদ্ধা কোটায় ৮ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। অপেক্ষমাণ রাখা হয়েছে ২৫ শিক্ষার্থীকে।’
বিশ্বজিত বড়ুয়া আরও বলেন, সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ৫৬ শিক্ষার্থী। এর মধ্যে নির্বাচিত করা হয়েছে ৫ জনকে। অপেক্ষমাণ রয়েছে ৫ জন। নবম শ্রেণিতে ভর্তি আবেদন করেছিল ৩৩ জন। লটারির মাধ্যমে ৫ শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে ও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।