গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সাউথ এশিয়ান ডান্স কমপিটিশন এবং দুই বাংলার যৌথ আয়োজনে আগামীর তারকা-২০২০ আয়োজন করেছিল এটিএন এমসিএল, এটিএন বাংলা ও মিরর মিডিয়া।
এ বছর শুরু হতে যাচ্ছে আগামীর তারকা, সিজন-২। এ উপলক্ষে ২১ নভেম্বর এটিএন বাংলার স্টুডিওতে আগামীর তারকা-২০২১-এর আনুষ্ঠানিক ঘোষণা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
নতুন শিল্পীদের সাধুবাদ জানিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আগামী দিনের তারকা অন্বেষণে এটিএন বাংলার চেষ্টা অব্যাহত থাকবে এবং এ প্রচেষ্টায় কিছুটা হলেও শিল্পীসংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আগামীর তারকা-২০২১’ প্রতিযোগিতার সংগীত বিভাগের বিচারক ফাতেমা তুজ জোহরা, মানাম আহমেদ, আঁখি আলমগীর ও এস আই সুমন এবং নৃত্য বিভাগের বিচারক নিলুফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ ও সোহেল রহমান। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন মডেল ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।
আগামীর তারকা-২০২১ প্রতিযোগিতায় ১২ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে এ বছর নৃত্য ও সংগীত নিয়ে বাছাইপর্ব শুরু হবে আগামী ২০ ডিসেম্বর। দেশের ৮টি বিভাগীয় শহরে চলবে বাছাইপর্ব।
বিচারকদের রায়ে বাছাই পর্বের নির্বাচিত ব্যক্তিরা লড়াই করবেন ঢাকায় স্টুডিও অডিশন রাউন্ডে। সেখান থেকেই ধাপে ধাপে বাছাই করা হবে চূড়ান্ত বিজয়ীদের।