হোম > ছাপা সংস্করণ

অর্ধেক ভাড়া দিতে চেয়ে এল ধর্ষণের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়ার (হাফ ভাড়া) দাবি ক্রমেই বড় হচ্ছে। এক সপ্তাহ ধরে এই দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ করছেন শিক্ষার্থীরা। নতুন সেই আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছেন এক পরিবহন শ্রমিক। অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক শিক্ষার্থীকে তিনি ধর্ষণের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। র‍্যাব জানিয়েছে, হুমকি দেওয়া সেই চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ জন্য প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল রাজধানীর ঠিকানা পরিবহনের একটি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার অনুরোধ করলে বাসের চালকের সহকারী এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেন। এ ছাড়া তাঁকে নানাভাবে হয়রানি করা হয়। এর প্রতিবাদে এবং অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

হুমকি পাওয়া ওই ছাত্রী জানান, রাজধানীর শনির আখড়া থেকে নাজিমুদ্দিন রোডে বদরুন্নেসা কলেজে আসার জন্য তিনি ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। শনির আখড়া থেকে তাঁর কলেজের ভাড়া ১০ টাকা। কিন্তু ওই ছাত্রীর কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হয়। তিনি নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে ১০ টাকা ফেরত চাইলে কনট্রাকটর তাঁর সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেন। পরে কলেজের সামনে বাস থেকে নেমে যাওয়ার সময় তাঁকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন ঠিকানা বাসের ওই কর্মী।

বদরুন্নেসা কলেজের ওই ছাত্রী আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় থাকায় তিনি তার নম্বর মনে রাখতে পারেননি। প্রতিদিন তাঁদের এমন ভোগান্তিতে পড়তে হয় এবং বাসগুলো তাঁদের নিতে চায় না।

বিক্ষোভে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া ছাড়াও রাস্তায় নারীদের সম্মান করা হয় না। বিশেষ করে যাঁরা ছাত্রী, তাঁদের বাসে তুলতে চান না বাসের লোকজন। রাস্তায় ছাত্রী দেখলে বাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা চাই গণ-পরিবহনে নারী হয়রানি বন্ধ ও হাফ ভাড়া বাস্তবায়ন হোক।’

গতকাল দুই ঘণ্টা বিক্ষোভ শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা। তাঁরা ২৪ ঘণ্টায় বাসের হেলপারকে আইনের আওতায় আনাসহ ৮ দফা দাবি ঘোষণা করেন। তাঁদের দাবির মধ্যে আছে ছাত্র-ছাত্রীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ না করা; শিক্ষার্থীদের বাস থেকে নামার সময় বাস থামাতে হবে; বাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; ধর্ষণের হুমকি প্রদানকারীকে আইনের আওতায় আনতে হবে; শিক্ষার্থীদের উঠতে বাধা দেওয়া যাবে না ইত্যাদি। দাবি আদায় না হলে কাল মঙ্গলবার আবারও রাস্তায় নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘোষণার পর রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঠিকানা পরিবহনের ওই বাসটির চালক মো. রুবেল এবং তাঁর সহকারী মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহনে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করার অভিযোগ করে আসছিলেন সাধারণ যাত্রীরা। এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি ছিল, শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়ার নিয়ম চালু করতে হবে। এই দাবি বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো জোট না হলেও এখন বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বাসে উঠে অর্ধেক ভাড়া রাখার দাবি করছেন। এ নিয়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে হাফ ভাড়া দেওয়ার দাবিতে রাস্তা বন্ধ করে বিক্ষোভও দেখাচ্ছেন।

অর্ধেক ভাড়া দিতে চাওয়া নিয়ে ফার্মগেটে সরকারি সায়েন্স কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন স্বাধীন পরিবহনের এক হেলপার। এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন বাসের ওয়েবিল ছিঁড়ে ফেলেন। হাফ পাস নেই—বাসে এমন লেখা মুছে দিয়ে হাফ পাস আছে লিখে দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও কলেজ অধ্যক্ষের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে যান শিক্ষার্থীরা।

গত বুধবার রাতে অর্ধেক ভাড়া নিয়ে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের জের ধরে একটি বাস ভাঙচুর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকার অনেক জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ হয়। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক কলেজ, বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বিক্ষোভে অংশ নেন। মহাখালী আমতলীতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এতে তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ ছাড়া আবাসিক হলগুলোয় শিক্ষার্থী নির্যাতন এবং অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি জোরালো হয়ে উঠলেও এখন পর্যন্ত এ নিয়ে সরকারের কেউ কোনো কথা বলছেন না। এর আগে ২০১৫ সালের অক্টোবরে বিআরটিসির কার্যালয়ে বাস ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে এক বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আমি এই মুহূর্ত থেকে নির্দেশ দিচ্ছি, রাজধানীতে চলাচলরত বিআরটিসির পাশাপাশি অন্যান্য পরিবহনেও শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেবে। আর না নিলে দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর তো ২০১৮ সালে শিক্ষার্থীদের সড়ক আন্দোলনে তোলপাড় হলো গোটা দেশ। সেই আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির একটি ছিল, ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। সে সময়ই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী একটি খসড়া ট্রাফিক আইন অনুমোদন করলেও সেখানে হাফ ভাড়ার বিষয়টি ছিল না। ফলে অনেক দিন ধরেই হাফ ভাড়ার বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এখন নতুন করে সে দাবি সামনে আসছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ