গাইবান্ধায় মুক্তিযুদ্ধের ১২ জন শহীদের স্মরণে গতকাল রোববার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেনের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তোতা, বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ অক্টোবর সাঘাটা উপজেলার বোনারপাড়ার অদূরে ত্রিমোহিনী ঘাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে ৬ ঘণ্টার সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারাও ২৭ পাক সেনাকে হত্যা করার মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ওই দিন স্থানীয়দের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় দলদলিয়া গ্রামে।