চট্টগ্রামের সীতাকুণ্ডে পোস্টার ছেঁড়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই ইউপি সদস্য প্রার্থী। গতকাল শনিবার দুপুরে উপজেলার সোনাইছড়ির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মুহাম্মদ ইয়াকুব ও ভাটিয়ারীর ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইয়াকুব বাবলু বাদী হয়ে এ অভিযোগ করেন।
ইয়াকুব বলেন, প্রতিপক্ষের লোকজন গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তাঁর পোস্টারগুলো ছিঁড়ে ফেলেছেন। এ ঘটনার প্রতিকার পেতে গত শুক্রবার নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেছিলেন। তবে নির্বাচন অফিস থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই থানায় অভিযোগ করেছেন।
একই অভিযোগ ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইয়াকুব বাবুল।
রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে থানাকে বলা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।