হোম > ছাপা সংস্করণ

নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি

হোমনা প্রতিনিধি

হোমনা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও সাবেক দুই যুবলীগ নেতার বিরুদ্ধে আরেক সাবেক যুবলীগ নেতার করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শাখা আওয়ামী লীগের নেতারা। এ দাবিতে গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুলের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।

হোমনা আওয়ামী লীগ কার্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিপু ও মো. লাখ মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ইমন প্রমুখ।

প্রতিবাদ সভায় অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘যে অভিযোগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একই অভিযোগ যেকোনো নেতা-কর্মীর বিরুদ্ধে আনা যায়। জনস্বার্থে বা ব্যক্তিগত মত-প্রকাশ করার অধিকার সবারই আছে। এ মামলার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়টি মামলা না করে আমাদের বললে আমরা সমাধান করে দিতে পারতাম। আমরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, স্থানীয় সাংসদকে কটাক্ষের অভিযোগে উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. রুবেল শাখা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. আসাদ খন্দকার ও মাথাভাঙা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খবির খান ও সদস্য গাজী তানভীরকে আসামি করে হোমনা থানায় মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ