কদিন বাদে বাদে তোশক রোদে দেওয়া ছিল আমাদের মা, খালা, দাদি-নানিদের স্বাভাবিক ব্যাপার। নিয়মিত রোদে শুকিয়ে নিলে তোশক ভালো থাকে দীর্ঘদিন। তবে নগরায়ণের এ সময়ে বাড়ির সামনে উঠান খুঁজে পাওয়াই কঠিন। আবার বাড়ির ছাদও সব সময় সবার জন্য উন্মুক্ত নয়। সে ক্ষেত্রে তোশক ভালো রাখার উপায় কী? তোশকের যত্ন না নিলে এখান থেকেও নানা ধরনের অসুখ ছড়াতে পারে।