কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ আটক দুই যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার তালতলা বাজারে রাবের অভিযানে ইছমাহিল নামের এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭১০টি ইয়াবা বড়ি ও একটি মুঠোফোনও জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫টি ইয়াবা ও নগদ ২৫ হাজার টাকাসহ মো. ওসমান (৩৫) নামের আরেক যুবককে আটক করেছে র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন র্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিএন। আটক ওসমান মিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা করেছে র্যাব। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।