কোনো কোনো বিস্কুটের প্যাকেট মোটা শক্ত কাগজ দিয়ে বানানো হয়। এসব প্যাকেট দিয়ে কিন্তু চমৎকার সব জিনিস বানানো যায়। চলো, একটা পাখি বানাই আমরা।
যা যা লাগবে
বিস্কুটের কাগজের প্যাকেট
কাঁচি
আইকা
রং ও তুলি
পেনসিল
চলো বানাই
কাগজের প্যাকেট কেটে সমান করে নাও। এবার প্যাকেটের ভেতরের অংশে ছোট ও বড় দুটো বৃত্ত আঁকো পেনসিল দিয়ে। আঁকো পাখির ডানা, চোখ ও ঠোঁট। এগুলো সব আলাদা করে আঁকবে। এবার একে একে সেগুলো কেটে নাও।
বড় বৃত্তের ওপরের দিকে আইকা দিয়ে লাগাও ছোট বৃত্তটি। হয়ে গেল পাখির শরীর আর মাথা। এবার লাগাও ডানা।
এবার চোখ ও ঠোঁট বসাও। ছবিটি দেখে বসিয়ে নাও। একটু শুকিয়ে নিতে হবে বাতাসে।