বানারীপাড়ায় ১০ জন কৃষককে শতকরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে সরকারের সহায়তায় ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান হয়।
ধান মাড়াই যন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল-আমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জালিস মাহমুদ। বানারীপাড়া উপজেলা পর্যায়ে যে সব কৃষকদের মাঝে ধান মাড়াই যন্ত্র বিতরণ করা হয় তাঁরা হলেন মো. মাসুম বিল্লাহ, এ এইচ এম নাসিরুল আমিন, মিঠু সরদার, জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুল মালেক হাওলাদার, একুব আলী বেপারী, মমতাজ, আমিন আলী হাওলাদার, নান্না মিয়া ও শাহজাহান আকন।