নীলফামারীর ডোমারে অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে। কিছু সবজির দাম গত ১৫ দিনে দ্বিগুণ হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই হতাশা প্রকাশ করেন। ক্রেতারা বলছেন, কাঁচাবাজারে আকাশচুম্বী সবজির দাম।
ডোমার কাঁচাবাজার সবজির দোকানদার আব্দুল খালেক বলেন, অধিকাংশ সবজির দাম বেড়ে গেছে। ১৫ দিন আগে আলুর কেজি ছিল ৮ টাকা, সেই আলু এখন ১২ টাকা কেজি বিক্রি হচ্ছে।
৩০ টাকার পেঁয়াজ ৪০ টাকা, ২০ টাকার মরিচ ৫০, ৪৫ টাকার আদা ৭০, একটি ছোট লাউ ৫০ টাকা। তবে ফুলকপি ও বাঁধাকপি যথাক্রমে ২০ ও ১৫ টাকাই রয়েছে।
বাজারে আসা ক্রেতা সাগর মালাকার বলেন, ‘সব দোকানে ঘুরে দাম জিজ্ঞাসা করছি। অস্বাভাবিকভাবে সবজির দাম বেড়ে গেছে। কী আর করার, অতিরিক্ত দামেই কিনতে হচ্ছে।’
আরেক ক্রেতা মিনাল ইসলাম বলেন, ‘গত বছর এক-দুই টাকা কেজি দরে ফুলকপি ও বাঁধাকপি কিনেছি গরুর খাবারের জন্য। এবার গরু তো দূরের কথা, নিজের খাবার জন্য কিনতেই হিমশিম খাচ্ছি।’
বসুনিয়া এলাকার সবজিচাষি বাবুল ইসলাম বলেন, ‘গত বছর অধিক পরিমাণে সবজি চাষ হয়েছে। এ জন্য বাজারদর খুব কম ছিল। তাই উৎপাদন খচরও ওঠানো সম্ভব হয় নাই। এ জন্য এবার চাষিরা খুব কম সবজির চাষ করেছে। তাই বাজারে সবজির দাম এত বেশি।’