হোম > ছাপা সংস্করণ

টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

অসময়ের বৃষ্টি চলতি বোরো ধান মৌসুমে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম হতাশার মধ্যে পড়েছেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বোরো চাষিরা।

এ বছর কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয়ে আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত চাষিদের শেষ ভরসা ছিল বোরো ধান। আমনের ক্ষতি পুষিয়ে নিতে বোরো ধানের আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলেন তাঁরা। তবে দুর্যোগে সেই বীজতলাও নষ্ট হয়ে গেছে। ফলে আবারো স্বপ্ন ভঙ্গ হয়েছে বোরো চাষিদের। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বোরো আবাদ নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষিরা।

জানুয়ারি মাসের শুরু থেকে এলাকায় পুরোদমে বোরো ধানের চারা রোপণের মৌসুম শুরু হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে বেশির ভাগ বোরো বীজতলার চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দিশেহারা হয়ে পড়েছেন এসব বোরো চাষিরা।

উপজেলার আমতলা ডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘প্রতিকেজি বীজ ধান ৪৪০ থেকে ৪৭০ টাকা দরে কিনতে হয়েছে। এই চড়া মূল্যের বীজ বপন করে যে চারা জন্মেছিল একটানা বৃষ্টিতে সেসব চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। আবার পানি না কমলে নতুন করে বীজতলা তৈরি করা যাচ্ছে না।

জুজখোলা গামের কৃষক হাবিবুর রহমান, রফিকুল সরদার, আমছার আলী, ইনছার আলী বলেন, ‘বোরোর বীজতলা করেও বৃষ্টির কারণে চারা বুনতে পারিনি। নতুন করে বীজতলা তৈরির কাজ করছি।’

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে বীজতলার ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এ ব্যাপারে চাষিদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ