হোম > ছাপা সংস্করণ

তিন উপজেলায় আরও ৩ মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের চার দিনের মাথায় লাশ হলেন এক তরুণী। অন্যদিকে টাঙ্গাইলের নাগরপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর:

পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের ৪ দিন পর পুকুর থেকে মারুফা আক্তার (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে সেহলারচর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের চায়নামোড় এলাকার হাসানের সঙ্গে মারুফার বিয়ে হয়। রোববার মারুফা তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসেন। পরে ওই দিন রাত ১০টা থেকে মারুফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সোমবার বিকেলে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় মারুফার লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মানড়া নয়াপাড়া এলাকা থেকে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল লাশটি উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সমেশ আলীর ছেলে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল বাউরী (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিপুল বাউরী আলীনগর চা-বাগান এলাকার বাসিন্দা। ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বিপুল বাউরী।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে আধুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ