বাদামি কাগজের খামে নানা কাগজপত্র বাড়িতে আসে। খামের ওপরের অংশে নানা লেখাজোখা থাকে। কিন্তু খামটা কেটে দেখো, ভেতরের অংশ একেবারেই মসৃণ। খামের বাদামি কাগজ কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে কাজে লাগাতে পারো। চলো, আজ সহজ কিছু করি। একটা শজারু বানাই বসে বসে।
যা যা লাগবে
চলো বানাই
ক্র্যাফট: সামরিন