সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের অনুমোদন পেয়েছে। সরকারি অর্থায়নে ইতিমধ্যে এ সব ল্যাব স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
গত ১০ নভেম্বর ল্যাব স্থাপন সংক্রান্ত চুক্তিপত্র সম্পাদন করা হয়। যাতে সাতক্ষীরা জেলার ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলায় অনুমোদন পেয়েছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ছয়টি হল, দরগাহপুর আফিল উদ্দিন আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, মিত্র তেঁতুলিয়া পিএস মাধ্যমিক বিদ্যালয়, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি দাখিল মাদ্রাসা।