কুষ্টিয়ার কুমারখালীতে কথা-কাটাকাটির জেরে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে করে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার দুপুরে কুমারখালী স্টেশনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার উত্তর মিলপাড়ার নুর আলম (২৩) ও তাঁর সঙ্গী শিমুল (২১)।
আহত মারুফ হোসেন বলেন, ‘গতকাল দুপুরে আমি আমার ভ্যান নিয়ে আসার পথে নুর আলম ও শিমুল নামের দুই যুবকের ধাক্কা লাগে। এতে আমার ভ্যানে সামনের খাঁচা ভেঙে যায়। আমি ক্ষতি পূরণ চাইলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে একজন পকেট থেকে ছুরি বের করে আমার পায়ে আঘাত করেন। আমি এ ঘটনা বিচার চাই।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা আমাদের হেফাজতে রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’