শিশুর আগমনে নতুন মায়ের মন আনন্দে উদ্ভাসিত হওয়ার কথা। কিন্তু কখনো কখনো নতুন অতিথির যত্ন নিতে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েন মা। শিশুর যত্ন নিতে মা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজের মানসিক স্বাস্থ্য অনেকটাই অবহেলিত হয়। এর ফলে বিষণ্নতা চরম পর্যায়ে পৌঁছায়, যাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব-পরবর্তী বিষণ্নতা বলা হয়।
উপসর্গ
সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে প্রায় ২২ শতাংশ নারী পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন। ব্যক্তিভেদে বিষণ্নতার লক্ষণ ভিন্ন হতে পারে। তবে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় তা হলো,
সমস্যাগুলো যদি দুই সপ্তাহ বা তার বেশি সময়ের জন্য স্থায়ী হয়, তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন (পিপিডি) নির্ণয় করতে হবে। বলে রাখা ভালো, পিপিডির অভিজ্ঞতা নতুন বাবাদেরও হতে পারে।
পিপিডির সঠিক কারণ অস্পষ্ট। এটি শারীরিক এবং মানসিক কারণের সমন্বয়ে হয় বলে মনে করা হয়। এর মধ্যে শিশু জন্মের পর হরমোনের পরিবর্তন, ঘুমের অভাব, শিশুর জন্মের সময় জটিলতা, মানসিক চাপ, শিশুর দেখাশোনার জন্য সহায়তার অভাব, আত্মীয়স্বজনের সমালোচনা অন্যতম।
চিকিৎসা
পিপিডির লক্ষণগুলো চিনতে পারার সঙ্গে সঙ্গে যদি চিকিৎসা নেওয়া যায়, তবে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। সাইকোথেরাপি ও বিষণ্নতা নিরোধক ওষুধের মাধ্যমে পিপিডির চিকিৎসা করা হয়।
নতুন মায়ের করণীয়
নতুন বাবার করণীয়
পরিবার ও আত্মীয়স্বজনদের করণীয়
লেখক: সহকারী অধ্যাপক, মনোরোগ বিভাগ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল