হোম > ছাপা সংস্করণ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রাজশাহী প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ করেছে রাজশাহী জেলা বিএনপি। একই কারণে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখা। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ভুবন মোহন পার্কে জেলা বিএনপির সমাবেশ হয়। আর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। কিন্তু সেদিকে সরকারের খেয়াল নেই। সরকার ক্ষমতা চিরস্থায়ী করে রাখার চিন্তা করতেই ব্যস্ত। বিএনপি সরকারের আমলে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। এখন তা নেই। তাই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে। যেকোনো সময় এ দেশের জনগণ এই সরকারকে হটিয়ে আবার বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে।

বক্তারা আরও বলেন, দেশে যে নির্বাচন কমিশন গঠন করা হলো সেই কমিশনের অধীনেও বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। বিএনপি আন্দোলন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে। বিএনপি দেশের ক্ষমতায় এলে মানুষ সুখে থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে তখন মানুষকে হিমশিম খেতে হবে না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা, সদস্যসচিব মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

এদিকে পানি, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। সমাবেশে বক্তারা বলেন, সরকার পানি, গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। তেলের দাম বাড়ছেই। অবিলম্বে ভোজ্য তেলের দাম কমাতে হবে। সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্যও প্রত্যাহার করতে হবে। এ সময় নিয়মিত বাজার মনিটরিংয়েরও দাবি জানানো হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব জুয়েল রানা, রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক জিন্নাত আরা সুমু, ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ