হোম > ছাপা সংস্করণ

জেমসের আরও এক নতুন গান

পেছনে শহরের ব্যাকড্রপ। সারি সারি অট্টালিকা, পথচলতি মানুষের ভিড়, ট্রাফিক লাইট, পাশ দিয়ে চলে যাওয়া উড়ালপথ। চিরচেনা এই নাগরিক পরিবেশ সঙ্গী করে পার্কের হলুদ বেঞ্চে বসে আছেন জেমস। পরনে সিগনেচার পোশাক—কালো টি-শার্ট। সোজাসুজি ক্যামেরার চোখে চোখ। পাশে রাখা প্যাকেটবন্দী গিটার বেজে ওঠার অপেক্ষায়। কোনো কিছুর কি আভাস দিচ্ছেন নগরবাউল? কোনো সুখবর?

সুখবর তো অবশ্যই। সংগীতাঙ্গনে এই মুহূর্তের বড় সুখবর—জেমসের নতুন গান। প্রায় এক যুগ পর গত চাঁদরাতে নতুন গান নিয়ে এসেছিলেন তিনি। ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি ভক্ত-শ্রোতাদের উৎসর্গ করেছিলেন। গানে গানে ভক্তদের বলেছিলেন, ‘তোরাই আমার জান, তোরাই আমার গান’। জানিয়েছিলেন, ভক্তদের ছাড়া তিনি কতটা একা! গানটি প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে জেমস জানান, তাঁর সঙ্গে নতুন কয়েকটি গানের চুক্তি করেছে ‘বসুন্ধরা ডিজিটাল’ প্ল্যাটফর্ম। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ হবে। ‘আই লাভ ইউ’ ছিল সেই সিরিজের প্রথম গান। গানটি শ্রোতাদের অত মনঃপূত না হলেও নগরবাউল যে নতুন গান নিয়ে এসেছেন, এতেই উচ্ছ্বসিত ছিলেন সবাই।

তিন মাস পর নতুন গান নিয়ে ফিরছেন জেমস। এ গানটিও প্রকাশ হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। গানের শিরোনাম, প্রকাশের তারিখ—এসব তথ্য এখনই দিতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আভাস পাওয়া গেছে, আগামী মাসের শুরুর দিকে প্রকাশ হতে পারে গানটি। জেমসের আরও কিছু গানের মতোই এ গানেও উঠে আসবে নাগরিক জীবনের বয়ান। আগের গানটি বিশু শিকদারের সঙ্গে যৌথ রচনার পাশাপাশি সুর করেছিলেন জেমস। জানা গেছে, নতুন গানটিও সুর করেছেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ