হোম > ছাপা সংস্করণ

‘নিষেধাজ্ঞার প্রভাব অর্থনীতিতে পড়বে না’

জাবি প্রতিনিধি

বিশেষ কর্মকর্তাদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞায় দেশের জাতীয় অর্থনীতির ওপর প্রভাব পড়বে না বলে অভিমত ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান।

গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ‘দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে অর্থনীতির পরিসরও। এটা নিয়ে আমরা শঙ্কিত, এ জন্য কাজ করা হচ্ছে। এটা সংকুচিত হবে সময়ের ব্যবধানে। বর্তমানে আমরা বৈশ্বিক অর্জনের দিকে ধাবিত হচ্ছি। এতে দারিদ্র্য কমানোই আমাদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদের শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এর আগে দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, ‘একজন মুজিবের জন্ম হয়েছিল বলে একটা পতাকা, দেশ ও রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুকে যত বেশি চেনা সম্ভব হবে, বিশ্লেষণ করা সম্ভব হবে, ততই বাঙালি ভেতর থেকে মানুষ হবে।’

আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট, জাবির ইতিহাস বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধুর বয়স তখন ৫৫ বছর, এই সময়ে আমরা স্বপ্ন দেখি কীভাবে আরও বড় কেরানি হওয়া যায়। সেই বয়সে তিনি একটি দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ