যশোর সদর হাসপাতালের প্ল্যান্টে অক্সিজেন সরবরাহের সময় একটি সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, খুলনা শিপইয়ার্ড এলাকার মো. কেরামত আলী (৩০) ও যশোর সদরের নীলগঞ্জ এলাকার পরিতোষ কুমার দাস।
প্রত্যক্ষদর্শী আব্দুস শহীদ জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে একটি বিস্ফোরণের শব্দ হয়। এ সময় হাসপাতালের ইয়েলো জোনের সামনে লোকজন ছোটাছুটি করতে থাকেন। পরে সেখানে গিয়ে শুনতে পারি একটি অক্সিজেনের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে।
আহত পরিতোষ কুমার দাস বলেন, ‘এক লোক ভেতরে গিয়ে অক্সিজেন ভরছিলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এ সময় বিস্ফোরণ ঘটে। এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে।’
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়েলো জোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিল। প্ল্যান্টে অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপ থেকে বিস্ফোরণ ঘটে।’
ডা. আরিফ আহমেদ বলেন, ‘এতে সরবরাহকারী মো. কেরামত আলীর ডান হাত পুড়ে গেছে। অপর একজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দুজনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তাঁরা মেরামতের কাজ সম্পন্ন করেছেন।