হোম > ছাপা সংস্করণ

১২ কেন্দ্রের ১১টিতেই পাস করেনি নৌকা

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ১২ কেন্দ্রের ১১ টিতেই নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন জিততে পারেননি। এ ভরাডুবির জন্য নিজ এলাকার ভোটারসহ দলীয় এক অংশের নেতা–কর্মীদের দায়ী করছেন নৌকার এ প্রার্থী।

গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তানোরের কলমা ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খাদেমুন নবী চৌধুরী বাবু। তিনি পেয়েছেন ১২ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপন পেয়েছেন ৭ হাজার ২৫৬ ভোট।

ফলাফলে দেখা যায়, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ১১টি কেন্দ্রে খাদেমুন নবী চৌধুরী বাবু বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পরাজিত প্রার্থী স্বপনের এক অনুসারী বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরোধের জের ধরে ষড়যন্ত্র করে কলমায় নৌকার প্রার্থীকে ডুবিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নৌকার বিজয়ের লক্ষ্যে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করা হয়েছে। তবে স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বিদ্রোহীর পক্ষে যাওয়াতে ক্ষতি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ