লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মো. লিটনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসেম ও সাধারণ সম্পাদক নোমান হোসেন সিরাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিটন চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চরফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান হোসেন সিরাজ বলেন, ‘লিটন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার শুরু করেন তিনি। যৌন হয়রানি মামলায় গ্রেপ্তার হয়েছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।’