হোম > ছাপা সংস্করণ

আক্কেলপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি আহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বড় মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন তোজাম্মেল হোসেন, মাহবুব হোসেন, মশিউর রহমান এবং মঞ্জু আরা আকতার বানু। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মিঠু হোসেনের সঙ্গে তিলকপুর ইউনিয়নের ভ্যাটকুড়ি গ্রামের মঞ্জু আরা আকতার বানুর জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হয়। গত শনিবার সকাল থেকে চলা বৈঠক শেষে জমির সীমানা নির্ধারণের সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

মঞ্জু আরা আকতার বানু বলেন, ‘গত শনিবার বৈঠক শেষে জমি ভাগ করার সময় বৈঠকের সিদ্ধান্ত বানচালের জন্য এবং ভাগের জমি না দেওয়ার জন্য আমাদের মারধর করে মিঠু হোসেন। এতে আমার স্বামীর মাথা ফেটে গেছে, তাঁর এক হাত ভেঙেছে। এক ছেলের মাথাও ফাটানো হয়েছে।’

এ বিষয়ে মিঠু হোসেন বলেন, ‘ক্রয় সূত্রে আমরা ওই জমির মালিক। আমরা মারধর করিনি। মিথ্যে নাটক সাজানোর জন্য তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন।’

রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির বলেন, ‘জমি নিয়ে বিরোধের বিষয়ে একাধিকবার বৈঠক বসা হয়েছে। কিন্তু দুই পক্ষই আমার কোনো কথা রাখেন নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ