হোম > ছাপা সংস্করণ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ হাজারো যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২ হাজার ১০৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার দপ্তরের তত্ত্বাবধানে গত শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে ৫ লাখ ৭২ হাজার ২৫০ টাকা আয় হয়েছে রেলের।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ইতিপূর্বে কয়েক দফা এমন অভিযান চালানো হয়।

গত শনিবার দিনব্যাপী বিশেষ অভিযানে পাকশী রেলওয়ের পার্বতীপুর, রাজবাড়ী, খুলনা, বঙ্গবন্ধু সেতু ও ঈশ্বরদী জংশন স্টেশনের বিভিন্ন রুটের ১৪টি যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালানো হয়।

উল্লেখযোগ্য ট্রেনগুলো হলো আন্তনগর সিল্কসিটি, একতা, কপোতাক্ষ, চিত্রা, রূপসা, মধুমতী, টুঙ্গিপাড়া, রংপুর, বনলতা, ঢালারচর, নীলসাগর ও বরেন্দ্র এক্সপ্রেস।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, বরকতউল্লাহ আল-আমিন, মার্টিন জয় মণ্ডল, মনোয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম, এনামুল হক, মকলেছুর রহমান, সঞ্জিত চন্দ্র রায়, আশিকুর রহমানসহ রেল পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য, ট্রেন পরিচালক ও টিকিট পরিদর্শকেরা।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ধর্মঘটে গণপরিবহন বন্ধের কারণে বর্তমানে ট্রেনে প্রচুর যাত্রীর চাপ। বিশেষ করে ঢাকা রুটে যাত্রীদের যাতায়াতের ভরসা ছিল ট্রেন। এ সুযোগে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা বেড়েছে। এ জন্য বৈধ টিকিটধারী যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করতে এবং রেলের আয় বাড়াতে গত শনিবার রাত পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিনা টিকিটের দুই সহস্রাধিক যাত্রী থেকে ভাড়া বাবদ ৪ লাখ ৫ হাজার ৬৭০ এবং জরিমানা বাবদ ১ লাখ ৬৬ হাজার ৫৮০ টাকা আদায় করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ