হোম > ছাপা সংস্করণ

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর বন্দনা করা হয়।

৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা।

এ উৎসব সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরের পূজা মণ্ডপগুলোয় প্রতিমা গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন শিল্পীরা। পূজা ঘনিয়ে আসায় উপজেলার কারিগরদের যেন দম ফেলার ফুরসত নেই। আপন মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা তৈরি করছেন সরস্বতী প্রতিমা।

দুর্গাপুর পৌর শহরের দশভুজা বাড়ি মন্দির ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে কারিগরেরা প্রতিমার মাটির কাজ শেষ করে শুরু করেছে রং ও সাজসজ্জার কাজ।

দশভুজা বাড়ি মন্দিরের প্রতিমা শিল্পী নিরঞ্জন পাল বলেন, ‘পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছি। মাটির কাজ শেষে বর্তমানে প্রতিমায় রঙের কাজ করছি।’

প্রতিমা শিল্পী নারায়ণ পাল বলেন, প্রায় ২০০ প্রতিমা তৈরি করছি। প্রতিমা তৈরিতে খরচ একটু বেশি পরছে, তাই বিক্রিও একটু চড়া দামে করতে হবে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যের প্রতিমা রয়েছে আমাদের কাছে।

দুর্গাপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার সব কটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করা হবে।

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ