হোম > ছাপা সংস্করণ

প্রস্তুত ভোটকেন্দ্র, পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

তারাগঞ্জ প্রতিনিধি

তারাগঞ্জের পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার নির্বাচন। এ নির্বাচনে ৪৯ ভোটকেন্দ্রে ১ লাখ ১১ হাজার ভোটার ভোট দিচ্ছেন।

নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণের জন্য গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করে। পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্র কেন্দ্রে পৌঁছে যান ভোটের সরঞ্জাম নিয়ে।

উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জে ৫৫ হাজার ৮৫২ জন পুরুষ এবং ৫৫ হাজার ১৫৬ জন নারী ভোটার আছেন। পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০, সংরক্ষিত নারী সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট নেওয়ার জন্য কেন্দ্রগুলোর মাঠে বাঁশের লাঠিতে রশি বেঁধে সারি তৈরি করা হয়। তাঁবু দিয়ে তৈরি করা হয় ক্যাম্প। প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কেন্দ্রগুলোর চারপাশ। আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোট নেওয়ার জন্য লোক পাঠানো শুরু হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে থাকবেন। মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, পোলিং ও প্রিসাইডিং অফিসার পাঠানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ