জামালপুরের বকশীগঞ্জে মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের পশ্চিম ঘাসিরপাড়া নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান ঘাসির পাড়া গ্রামের সের আলীর ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পরে মিজান।
সকালে তাঁর পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
বকশীগঞ্জে কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।