হোম > ছাপা সংস্করণ

লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিল শিশুটি

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে প্রতিবেশী দোকানি ধর্ষণ করেন। এই লজ্জায় বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিশুটি। বিষয়টি জানার পর শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানায়। পরে পুলিশ ওই দোকানিকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাতে একজন বাসিন্দা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়ন থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর সাত বছর বয়সী ভাতিজিকে দুই দিন আগে বাড়ির পাশের এক দোকানি যৌন নির্যাতন করেছেন। কিন্তু শিশুটি ভয়ে-লজ্জায় কাউকে কিছু বলেনি। পরে শনিবার সন্ধ্যায় শিশুটি তার ফুফুকে বলে, ওই দোকানি তাকে জোর করে ব্যথা দিয়েছে। এরপর শিশুটি লজ্জায় বাড়ির ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা চালায়। এরপর শিশুটির পরিবারের সদস্যরা এলাকার লোকজনকে নিয়ে অভিযুক্তের দোকান ঘেরাও করে রেখেছেন।

সাত্তার আরও জানান, কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল জান্নাতুল। কনস্টেবল জান্নাতুল তাৎক্ষণিকভাবে রূপগঞ্জ থানায় জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

রূপগঞ্জ থানার এএসআই জানান, ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দোকানি সাইদুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ