হোম > ছাপা সংস্করণ

টিকটক বানাতে গিয়ে প্রাণ হারাল কিশোর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় টিকটক ভিডিও বানাতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে আনীল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে পাইকপাড়া ভূতের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আনীল ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে। স্থানীয় লোকজন জানান, আনীল একজন টিকটকার। সে নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দিত। শুক্রবার আনীল স্থানীয় একটি বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে আনীল নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি।’

স্থানীয় কমিশনার আব্দুল করিম বাবু ঘটনা নিশ্চিত করে জানান, ওই বিল্ডিংটি জরাজীর্ণ। ছাদে রেলিংও নেই। মাদকসেবীদের আড্ডা বসে সেখানে। টিকটক ভিডিও করতে গিয়ে ছেলেটি পড়ে যায় ছাদ থেকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ