২০১২ সালে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সিদ্ধার্থ মালহোত্রা। তারপর থেকেই তরুণদের প্রিয় নায়কের খাতায় নাম উঠেছে তাঁর। সুঠামদেহী এই নায়ক ফিটনেস ধরে রাখতে বিশেষ কোনো ডায়েট চার্ট মেনে চলেন না। পরিমিত পরিমাণে সব ধরনের খাবারই খান। এককথায় ব্যালান্সড, অর্গানিক ও বাড়িতে তৈরি খাবারেই ভরসা রাখেন। আরও যা আছে তাঁর ফিটনেস রুটিনে–
সূত্র: মেনজ এক্সপি, জিকিউ ইন্ডিয়া