নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মাদ্রাসাশিক্ষক মো. মহিবুল্লাহর। তিনি গত ১ অক্টোবর বিকেলে ঢাকার যাওয়ার কথা বলে মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের বাড়ি থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ মেলেনি।
মো. মহিবুল্লাহ মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার রসুলবাগের চৌধুরী বাড়ি এলাকার রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষক চিলেন।
তাঁর বাবা মো. জাকারিয়া বলেন, ১ অক্টোবর থেকে মো. মহিবুল্লার দুটি মোবাইল ফোন নম্বরই বন্ধ রয়েছে। এ বিষয়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।