হোম > ছাপা সংস্করণ

অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এক নবজাতকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয় বলে তার স্বজনেরা অভিযোগ করেছেন।

জেলা সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন জান্নাতুল ফেরদৌস রুনার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী প্রসূতি তাছলিমা বেগম এ অভিযোগ করেন। তিনি সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের মো. রাজুর স্ত্রী।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে প্রসব বেদনা উঠলে তাছলিমা বেগমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয়, বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাই স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হবে। পরবর্তী সময়ে রোগীর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক সিজারের অনুরোধ করা হয়। কিন্তু চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।

দুদিন পর গতকাল সকালে তাছলিমার অপারেশন করে জানানো হয় নবজাতক মারা গেছে। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। রোগীর স্বজনেরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনাকে ফোন করা হলে তিনি অপারেশন থিয়েটারে আছেন জানিয়ে ফোন কেটে দেন। পরে আর কথা বলা সম্ভব হয়নি।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, চিকিৎসায় অবহেলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ