নগরীর সেন্ট মাইকেলস্ মাল্টিপারপাস প্রাথমিক বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এ আয়োজন করে রং উৎপাদনকারী প্রতিষ্ঠান ফেবার ক্যাস্টেল। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকায় ঝিমিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয়টির নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দু্ই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা ক, খ, গ, ঘ ও ঙ এই পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। মনের মতো আঁকা, শীতকালীন সবজি, ফলমূল, রূপসী বাংলা, আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়ের ওপর ছবি আঁকে শিক্ষার্থীরা।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী গোলাম মোস্তফা। এ সময় ফেবার ক্যাস্টেলের প্রোডাক্ট প্রমোশন এক্সিকিউটিভ তানজিলা খান, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, সহকারী শিক্ষক মিকি যোসেফ হালদার, পাপড়ী গমেজ, পিংকী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।