বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
গত সোমবার রাত ৮টায় উপজেলার বাট্টাজোড় ইউপি নির্বাচনে অধিক মাইক ব্যবহার, আলোকসজ্জা করণ, সাউন্ড বক্স ব্যবহারের কারণে তিন প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা-পুলিশ।